শ্রেণিকক্ষ দখল করে ইউপি চেয়ারম্যানের গার্মেন্টস ব্যবসা

Estimated read time 1 min read
Ad1

প্রভাব খাটিয়ে একটি স্কুলে গার্মেন্টস স্থাপনের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের বিরুদ্ধে।

স্কুলটির চতুর্থ তলায় তিনটি শ্রেণিকক্ষ দখল করে চলছে তার গার্মেন্টস পণ্য ও স্টক লটের ব্যবসা। উপজেলার মদনগঞ্জের মাধবপাশা এলাকায় আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সহায়তায় খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণ করা হয়। ঐ ভবনের প্রতি তলায় মোট তিনটি করে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শ্রেণিকক্ষ রয়েছে।

বন্দরের আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৫ জন। এছারাও স্কুলটিতে পাঠদানে ১ জন এমপিওভুক্ত সহকারি শিক্ষকসহ মোট ১০ জন শিক্ষক রয়েছেন। তবে ওই স্কুলে নেই কোনো প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষকের পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মো. দিদার হোসেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি প্রথমে মুঠোফোনে অভিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই প্রতিবেদককে ম্যানেজ করার কথা বলেন। তবে সুবিধা করতে না পেরে তিনি তাৎক্ষণিক সটকে পড়েন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours