বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিদায়ে এই ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে।
ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। কারণ হিসেবে জানিয়েছেন উইকেটের প্রকৃতির কথা।
এদিন একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গেল ম্যাচ থেকে আজকের পাকিস্তান ম্যাচে জায়গা হারিয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং ইয়াসির আলি রাব্বি।
এই তিন ক্রিকেটারের বদলে একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। স্পিনার নাসুম আহমেদ এবং পেসার ইবাদত হোসেন খেলতে নামবেন চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি।
ম্যাচের ২১ রানের মাথায় দ্রুত আউট হন লিটন কুমার দাশ। অন্যান্য দিনের চেয়ে ভাল খেলছেন শান্ত। লিটন ৮ বলে ১০ রান নিয়ে শহীদ আফ্রিদির বলে আউট হন। শান্ত ও সৌম্য সরকারের ৩৫ রানের পার্টনারশিপ চলছে যেখানে ৩২ বলে ৩৭ রান নিয়েছেন নাজমুল হাসান শান্ত।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
+ There are no comments
Add yours