পাকিস্তানের বিপক্ষে কার্যত নকআউট ম্যাচে আবারও ভুক্তভোগী বাংলাদেশ। সাকিবের বিতর্কিত আউটের পর ব্যাট হাতেও বড় লক্ষ্য দাঁড় করাতে পারল না বাংলাদেশ।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে টিম টাইগার্সের সংগ্রহ ১২৭ রান। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে পাকিস্তানকে করতে হবে ১২৮ রান।
এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিদায়ে এই ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাটাররা ভালো শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দশ ওভারে তুলে ফেলা গিয়েছিল ৭০ রান। তবে ইনিংসের ১১তম ওভারে শাদাব খান সৌম্য সরকারের পর সাকিব আল হাসানকে পরপর দুই বলে ফেরালেন। তাতেই বাংলাদেশ পড়ে গেছে ঘোর বিপদে।
এরপরই শুরু হয় টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন (৫), নুরুল হাসান সোহান (০) কেউই পারেননি ইনিংস মেরামত করতে। উল্টো দলকে বিপদে ফেলে ফিরেছেন প্যাভিলিয়নে।
শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান।
+ There are no comments
Add yours