‘নিরাপদ ফসলে ভরবো দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে কৃষি মেলার উদ্বোধন করেন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
এর আগে বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোজাফর হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেবযানী ভৌমিক,কৃষক লীগের সভাপতি মোকলেছুর রহমান জিন্না,ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ জামালপুর জেলা সভাপতি এস.এম জিয়াউল হক। আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ।
কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াছিন বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ১৩ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। পরে অতিথি বৃন্দ কৃষি মেলার স্টল পরিদর্শন করেন।
+ There are no comments
Add yours