নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা থেকে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ফারদিন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে নাকি সেই রহস্য উদঘাটনে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশের এলিট ফোর্স র্যাব।
নিখোঁজ ও পরে মরদেহ উদ্ধারের ঘটনায় ফারদিনের মৃত্যু রহস্য উদঘাটনে ইতোমধ্যে বন্ধু-বান্ধবিসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ৪ নভেম্বর রাতে নিখোঁজ হওয়ার আগে রামপুর এলাকায় তার এক বান্ধবী আমাত উল্লাহ বুশরাকে বাসায় যাওয়ার জন্য নামিয়ে দেয়। এরপর থেকেই নিখোঁজ হয় ফারদিন। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা পরিবারের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ফারদিনের মোবাইল ফোনের লোকেশন চেক করে দেখা গেছে, গতকাল ঢাকার বিভিন্ন স্থানে বিচরণ। ফারহানসহ নাকি ফারহান ছাড়াই তার মোবাইল অন্য কেউ ক্যারি করেছে তা তদন্ত সাপেক্ষ।
+ There are no comments
Add yours