কুড়িগ্রামে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা পুলিশের ‘নো মাস্ক, নো সার্ভিস’ কর্মসূচি

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলাবাসীকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ উদ্যোগ গ্রহন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সকল অফিস ও থানা সমূহের সেবা গ্রহনে এমন উদ্যোগ গ্রহন করেছেন কুড়িগ্রামের এসপি।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করা হবে।পুলিশী সেবা পেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।যারা মাস্ক পড়ে থানায় আসবে না, তারা পুলিশের সেবা পাবে না।মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আরো বলেন, ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ বিভিন্নভাবে সকলকে সচেতন করা হয়েছে।থানা সমূহের সেবা গ্রহনে মাস্ক পরিধান করে থানায় আসার জন্য অনুরোধ জানান তিনি। ক্ষেত্র বিশেষে থানা থেকে মাস্ক সরবরাহ করা হবে, তবে আমরা চাই আপনারা সকলে মাস্ক ব্যবহার করুন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours