আর মাত্র ১২ দিন বাকি কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে। বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই মধ্য এশিয়ার দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছে বিভিন্ন দেশের ফুটবল প্রেমীরা।
মেসির শেষ বিশ্বকাপে সমর্থন জানাতে কাতারে নামবে দেশটির সমর্থকদের ঢল। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছেন কয়েক হাজার আর্জেন্টাইন সমর্থক।
আর্জেন্টিনার ছয় হাজার সমর্থকের ওপর জারি হয়েছে বিশ্বকাপে কঠোর নিষেধাজ্ঞা। কাতার বিশ্বকাপের কোনো ম্যাচে মাঠে প্রবেশ করতে পারবেন না তারা। মঙ্গলবার বুয়েন্স আয়ার্স সিটি সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
গত জুনে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় দেশটির গুণ্ডাদের প্রতিরোধ করার জন্য কাতারি দূতাবাসের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। যাতে সহিংসতা ছড়ানো সমর্থকরা বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকে।
মজার বিষয় হলো, সহিংসতা ছড়ানোর কারণে বাদ পড়া ছয় হাজার আর্জেন্টাইনদের মধ্যে প্রায় তিন হাজারের স্থানীয় লিগের ম্যাচেও স্টেডিয়ামে ঢোকার অনুমতি নেই।
+ There are no comments
Add yours