আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ও রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি হিসেবে মো. রাহাত মোড়ল ও সম্পাদক হিসেবে আশিকুল ইসলাম আশিকের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেব স্থান পেয়েছেন, আল-আমিন শিকদার, আশরাফুল হক সেতু, প্রতীম বিশ্বাস, মো. কাওসার মৃধা, এন বি পলাশ, মোহাম্মদ আলী, হাসান আল মাহমুদ জীবন, অমিত পাল, মো. সাইফুল ইসলাম, মো. আতাউর রহমান, হাফিজুর রহমান মাহির, মো. শাহিন সরকার, ইমরান হোসেন ইমু, মো. সজীব আহমেদ, মো. আল আমিন খান, জুনায়েদ ইসলাম রবিউল, মো. সাইদ ইসলাম সাইফুল, তোফাজ্জল হোসেন, মামুন সর্দার, সোহাগ বাড়ৈ, স্মরণ আকন্দ, সোলাইমান সীমান্ত এবং জয়ন্ত চক্রবর্তী সজিব।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন, মো. আল আমিন মোল্লা, শুকুর আহমেদ ওসমান, মো. আশিক আব্দুল্লাহ এবং রিপন হোসাইন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারজানা সিমরান, মো. মাসুদ সিকদার ইনসান, দেব দুলাল ঢালী এবং মো. সাকিব আল হাসান।
অন্যদিকে কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে এম ওয়াসিম রানা ও সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ মো. ফারুক হাওলাদারের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ২২ জন। তাঁরা হলেন, কে এম সোহাগ, মেহেদী হাসান মিলন, মাঈনুল খান, একরামুল আল গালিব, টিটব খান, বেলায়েত হোসেন সাগর, মো. আনোয়ার হোসেন, সাগর দাড়িয়া, শাকিল খান, আল মামুন, আব্দুর রহমান শাহেদ, মাহমুদ খান রনক, মো. মাসুম, মো. নিজাম উদ্দিন, মো. সহিদুল ইসলাম সজল, মো. বায়েজিদ শিকদার, মো. সবুজ পাটোয়ারি, মো. ফিরোজ মাহমুদ, রফিকুল বেপারী (রবিউল), মো. ইয়াছিন আরাফাত, রঞ্জন হাজরা এবং ইফতেখার বাপ্পী রায়ান।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন, সাইফুল ইসলাম, রুবেল খান, স্বপ্নীল আহমেদ কামাল, মোমিনুল ইসলাম বাপ্পি এবং মো. ফাহিম হিরন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন, বি এম সাদ্দাম, মেহেদী হাসান জয়, মো. সিফাত হোসেন, কাজী ইব্রাহিম রবিউল বাশার সোহান, রাফি উজ সাকলাইন, মো. রাকিব হোসেন এবং আমির হামজা।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন ৭ জন৷তারা হলেন, জাহাঙ্গীর হোসেন টুটুল, খালেকুজ্জামান সুমন, জহিরুল ইসলাম রাকিব, শিমুল মোল্লা এবং নাদিম হোসেন।
+ There are no comments
Add yours