চলতি মাসের শেষদিকে এবারের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে কাতারে। এই আসরকে সামনে রেখে মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
৩২ দলের বিশ্বকাপে এবার ৩১তম দল হিসেবে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া। প্লে-অফে পেরুকে হারিয়ে এসেছে বিশ্বমঞ্চে এসেছে দলটি।
বিশ্বকাপে দল মাঠে নামার আগেই চমকে দিয়েছেন দলটির কোচ। নিজের মেয়ের জামাই ও দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সাইন্সবুরিকে বাদ দিয়েছেন অজি কোচ গ্রাহাম আর্নোল্ড।
দেশের হয়ে ৫৮টি ম্যাচ খেলা ট্রেন্ট সাইন্সবুরি পারফরম্যান্স কিন্তু খুব একটা খারাপ না। তবুও বিশ্বকাপের আগে নিজের শ্বশুরই তাকে দল থেকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন।
বিশ্বকাপ অস্ট্রেলিয়ার স্কোয়াড :
গোলরক্ষক- ম্যাথু রায়ান, অ্যান্ড্রু রেডমাইন , ড্যানি ভুকোভিচ।
ডিফেন্ডার- মিলোস ডিজেনেক, নাথানিয়াল অ্যাটকিনসন, জোয়েল কিং, ফ্রান কারাসিক, বেইলি রাইট, হ্যারি সাউটার, কাই রোওলেস, আজিজ বেহিছ, টমাস ডেং।
মিডফিল্ডার- আরন মোও, জ্যাকসন আরভিন, ক্যামেরন ডেভলিন, রিলি ম্যাকগ্রি, আজদিন হরিস্টিক, কিয়ানু ব্যাকাস।
ফরোয়ার্ড- ম্যাথু লেকি, মার্টিন বয়েল, জেমি ম্যাক্লারেন, ক্রেগ গুডউইন, মিচেল ডিউক, জেসন কামিংস, গড়ং কুওল, আওয়ার মাবিল।
+ There are no comments
Add yours