মুরগির পেটের ভেতর পিস্তল বহন করার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বিমানযাত্রীকে তিরস্কার করা হয়েছে।
বুধবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা লওডারডেল-হলিউড বিমানবন্দরে ওই যাত্রীর লাগেজ থেকে চামড়া ছাড়ানো একটি মুরগির ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করেন মার্কিন পরিবহন নিরাপত্তা সংস্থা ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীরা।
মুরগির পেটের ভেতর র্যাপিং পেপারে মোড়ানো অবস্থায় রাখা ছিল পিস্তলটি যা মোড়ানো ছিল স্বচ্ছ প্লাস্টিকে। এ সম্পর্কে রসিকতা করে সংস্থাটির কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, অস্ত্র পাচারের এই পরিকল্পনাটি এমনকি ‘আধ সেদ্ধও’ ছিল না।
তবে যাত্রীর পরিচয় প্রকাশ না করলেও তার ব্যাগ থেকে উদ্ধার সেই মুরগিটি বিমানবন্দর এলাকায় পরীক্ষা করা ও তার ভেতরকার অস্ত্রের ছবি ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের দাপ্তরিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রে বিমানে আগ্নেয়াস্ত্র বহন অপরাধ নয়, তবে সেক্ষেত্রে অস্ত্রটি অবশ্যই আনলোড অবস্থায়, তালাবদ্ধ এবং সবগুলো পাশ শক্ত এমন কনটেইনারে থাকতে হবে এবং অবশ্যই সেটি বহন করতে হবে চেকড ব্যাগেজে।
+ There are no comments
Add yours