কক্সবাজারের সেন্ট মার্টিনে আব্দুল গণি নামে এক জেলের জালে ধরা পড়া জোড়া ‘কালা পোপা’ মাছ সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে কক্সবাজারের আড়তে এক ব্যবসায়ীর কাছে মাছ দুইটি বিক্রি করেন আব্দুল গণি।
এর মধ্যে মাছ একটির ওজন ২৪ কেজি ৯০০ গ্রাম ও আরেকটির ওজন ৩০ কেজি ৩০০ গ্রাম।
প্রথমে ওই মাছের দাম তিনি ৬০ লাখ টাকা দাবি করলেও মাছ দুটি বিক্রি না হওয়ায় পরে সাড়ে আট লাখ টাকায় বিক্রি করেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কালা পোপা মাছ দুটি সাড়ে আট লাখ টাকায় বিক্রি হয়েছে। মূলত কালা পোপা মাছে পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার) দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।
উল্লেখ্য, মাছটির বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci) পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।
+ There are no comments
Add yours