করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ চীনের গুয়াংঝু প্রদেশে আবারও লকডাউন জারি করেছে সেখানকার প্রশাসন।
চীনের উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত গুয়াংঝুতে আবারও লকডাউন জারি হওয়ায় চীনের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এক কোটি তিরিশ লাখ জনসংখ্যার গুয়াংঝুতে গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রদেশের প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে প্রশাসন। এছাড়া গণপরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ। গুয়াংঝু থেকে বেজিংসহ অন্যান্য বড় শহরগামী সব বিমান পরিষেবা বাতিল করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার বিধিমালা শিথিল করার আবেদন আগেই প্রত্যাখ্যান করেছিল প্রেসিডেন্ট শি জিনপিং সরকার। করোনা টিকা আমদানি করতেও অস্বীকার করেছিল দেশটি।
+ There are no comments
Add yours