নারায়ণগঞ্জের রূপগঞ্জ চোনপাড়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন (৩৫) নামে সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন।
এ সময় ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলেও র্যাব জানায়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শাহীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহীন চোনপাড়া বস্তিতে আছে। এই তথ্যের ভিত্তিতে দুপুরে বস্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০-১২ জন অস্ত্রধারী সহযোগী র্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।
সিটি শাহীনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপীড়ন এবং অস্ত্র মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে।
+ There are no comments
Add yours