চরপাড়া ঘাটের ইজারা বাতিলসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে ধর্মঘট

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘটে বহির্নোঙর ও চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ। পণ্য পরিবহন বন্ধ রয়েছে অভ্যন্তরীণ নৌরুটেও।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের এ ধর্মঘটের ডাক দিয়েছে। পাঁচ দফা দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোহাম্মদ ইসা মিয়া গণমাধ্যমকে বলেন, গতবছর বন্দর কর্তৃপক্ষ চরপাড়া এলাকায় ঘাট নির্মাণ করে তা পরিচালনার জন্য ইজারা দেয়। এর পর থেকে ইজারাদারের লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে হেনস্তা করে আসছে। এমনকি শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটেছে। কিন্তু এসব ঘটনায় প্রশাসন কিংবা বন্দর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে এ ধর্মঘট ডাকা হয়েছে।

লাইটারেজ শ্রমিকদের দাবিগুলো হলো:

  • লাইটার জাহাজের শ্রমিকদের উঠা-নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল
  • বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার
  • পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ
  • সাঙ্গু নদীর মুখ খনন করে লাইটার জাহাজের নিরাপদ পোতাশ্রয় করা
  • লোডেড ও খালি জাহাজ সার্ভে করার জন্য পারকিরচর গিয়ে সার্ভে  করা
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours