সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার নিয়ে আশঙ্কা প্রকাশ করে নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, তার প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে।
গত মাসে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটারের পুরো মালিকানা কিনে নেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান ইলন। তার টুইটার কেনার পর থেকে কোম্পানিটিতে অস্থিরতা চলছে।
দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যে ৩ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করেছেন, যা কোম্পানির মোট কর্মীসংখ্যার অর্ধেক। বাকি কর্মীদের কর্মঘণ্টা বাড়িয়ে বন্ধ করেছেন ছুটি।
মাস্কের মালিকানায় টুইটারের ভবিষ্যৎ নিয়ে আগে থেকেই নানা আশঙ্কা প্রকাশ করে আসছিলেন বিশেষজ্ঞরা।
এখন মাস্ক নিজেই টুইটার নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। প্রতিষ্ঠানটি বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
মাস্কের আশঙ্কার মধ্যে টুইটারের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনমতে, বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লিয়া কিসনার।
একই দিনে পদত্যাগ করেছেন টুইটারের প্রধান প্রাইভেসি তথা গোপনীয়তা বিষয়ক কর্মকর্তা ডেমিয়েন কিয়েরান ও প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা মারিয়ান ফোগার্টি।
+ There are no comments
Add yours