ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেও আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কিত সরকারি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) পরিচালক ডগলাস ফাররার।
টুইটার কর্তৃপক্ষ যদি এফটিসির নীতিমালা মেনে না চলে, সেক্ষেত্রে এফটিসি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণের পর গত দুই সপ্তাহে টুইটারে যে গণছাঁটাই চলছে, সেদিকে ইঙ্গিত করে শুক্রবার এক বিবৃতিতে ডগলাস ফাররার বলেন,
‘টুইটারে সম্প্রতি যা শুরু হয়েছে, আমরা তার খোঁজ-খবর রাখছি এবং বেশ উদ্বেগ বোধ করছি। কোনো শীর্ষ নির্বাহী বা কোম্পানি আইনের ঊর্ধ্বে নয় এবং যুক্তরাষ্ট্রের সমস্ত কোম্পানিকে অবশ্যই আমাদের নীতিমালা মেনে চলতে হবে।’
ইলন মাস্ককে হুঁশিয়ার করে এফটিসি পরিচালক বলেন, ‘কোনো কোম্পানি যদি এফটিসির নীতিমালা মানতে না চায়, সেক্ষেত্রে ওই কোম্পানির কর্তৃপক্ষকে সঠিক পথে আনার বিভিন্ন পন্থা আমাদের কাছে মজুত আছে। আমরা সেসব ব্যবহার করতে বাধ্য হবো।’
৬ মাস পর ইলন মাস্ক টুইটারের মালিকানা গ্রহণের পর রীতিমতো বিশৃঙ্খলা শুরু হয়েছে বিশ্বের প্রথম সারির এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম কোম্পানিতে। মাস্ক মালিকানা গ্রহণের আগে টুইটারের কর্মীসংখ্যা ছিল ৭ হাজার ৫০০। গত দুই সপ্তাহে এই জনবলের ৫০ শতাংশকে ছাঁটাই করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে টুইটারের যাবতীয় বিদেশি বিনিয়োগ খতিয়ে দেখা প্রয়োজন।
+ There are no comments
Add yours