আজ (১১ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের অন্তত ১০ কর্মী আহত হন।
আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ নিয়েছেন।
ঘটনাটিকে সংঘর্ষ বলতে নারাজ ঢাবি ছাত্রলীগের নেতারা। তাদের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীদের সংঘর্ষের বিষয়টিও অস্বীকার করেছেন। তাদের দাবি, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা যুবলীগের নেত-কর্মীদের মধ্যেই ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যুব মহাসমাবেশে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পৌঁছান।
এসময় উদ্যানের ভেতরে থাকা যুবলীগের নেতাকর্মীরা তাদের ভেতরে ঢুকতে বাঁধা দেন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশস্থলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা যখন বাইরে বের হয়ে আসছিলেন তখন তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন।
+ There are no comments
Add yours