তৌফিক উদ্দীন :
করোনা ভাইরাসের কারণে বিশ্ববানিজ্যের পাশাপাশি মারাত্মকভাবে প্রভাব পড়েছে বাংলাদেশের বিভিন্ন পেশা খাতে। বিভিন্ন ইন্ড্রাস্ট্রির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি।
দেশের চলমান করোনা পরিস্থিতি প্রতিরোধে বিয়েসহ বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠান বন্ধ রেখেছে সরকার। ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফার। শুধু তাই নয় এই খাতের সাথে সংশ্লিষ্ট লাইটম্যান, এসিস্ট্যান্ট, এডিটররাও পড়েছে চরম বিপাকে। অনেকে বাধ্য হয়ে ঝুঁকে পড়ছে অন্য পেশায়। কেউ কেউ বাধ্য হয়েছেন নিজেদের ক্যামেরা গিয়ার বিক্রি করতে।
দেশের স্বনামধন্য ইভেন্ট ফটোগ্রাফি প্রতিষ্ঠান চেকমেট ইভেন্টস এর প্রতিষ্ঠাতা এম. আমিনুর রহমান বলেন, কোভিড -১৯ এর দরুন ইভেন্ট ফটোগ্রাফি এবং ডকুমেন্টেশন শিল্পে এক ধাক্কা খেয়েছে। বিগত ১৫ বছরে এই শিল্পটি অনেক উন্নতি করলেও এখন অনেক প্রতিভাবান ব্যক্তিরাও এমন পরিস্থিতিতে কোনো কাজ করছেন না।
তিনি আরো বলেন, বিবাহের ইভেন্টগুলি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে বিবেচনা করে, শিল্পটিকে পরিচালনা করতে নিয়মিত নগদ প্রবাহের খুব প্রয়োজন।
এই পরিসস্থিতি থেকে উত্তরনের ব্যাপারে দেশের Nijolcreative Photography এর সিইও আবু সুফিয়ান নিলাভ বলেন, যেসব ফটোগ্রাফার ভিডিওগ্রাফার বেকার হয়ে পড়েছেন তারা চাইলে কোন দ্বিধা না করে অন্য যে কোন অন্তত ছোটখাট ব্যবসায় হলেও নিজেকে সংযুক্ত রাখতে পারে আর নতুনরা যেন এই মূহূর্তে এ পেশায় না আসে। তবে তাদের ফটোগ্রাফি বিষয়ে পড়াশুনা চালিয়ে যাওয়ার বিষয়ে তাগিদও দেন তিনি।
তিনি আরো বলেন, যারা ঘরোয়া অনুষ্ঠান কাভার করছে তারা যাতে অবশ্যই প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলে। এছাড়া তিনি এই পরিস্থিতি মোকাবেলায় ফটোগ্রাফির বিভিন্ন সংগঠনের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন।
+ There are no comments
Add yours