বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের পশুর নদীর চরে ডেক ফেটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি কার্গো আটকে পড়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে পশুর নদীর চরকানা এলাকায় এম ভি জুমায়রা-১ নামের কার্গোটি আটকে যায়। ডেক ফেটে যাওয়া সত্ত্বেও জাহাজের ভেতর পানি প্রবেশ করেনি বলে জানিয়েছেন জাহাজের মাস্টার ফারুক গাজী।
মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি পিথাগোরাস থেকে ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে শুক্রবার (১১ নভেম্বর) সকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে আসে।
জাহাজের মাস্টার মোঃ ফারুক গাজী বলেন, পশুর নদীর চরকানা এলাকায় ডুবে চরে ধাক্কা লেগে জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। যার ফলে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি।
জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বলে জানান তিনি।
+ There are no comments
Add yours