
স্বাধীনতার যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ করেছে মন্তব্য করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গণ-সংযোগবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ বিটু বলেছেন, এদেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি। কেউ বলতে পারবে না মুক্তিযুদ্ধে কোনো হিন্দু লোক রাজাকার ছিল।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সব কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ডাসার উপজেলা সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপতি প্রাণতোষ মন্ডলসহ উপস্থিত ছিলেন।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours