বনের ভেতরে মদ তৈরি করতে মহুয়া ফুল ভিজিয়ে রাখা হয়েছিল। সেটা খেয়েই নেশায় লুটে পড়েছে হাতি। ঘটনাটি ভারতের ওড়িশার।
মহুয়া খেয়ে নেশা করার প্রবণতা মূলত গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। ওড়িশার কেওনঝড় জেলার শিলিপাড়ার কাজু জঙ্গলে মহুয়া খেয়ে অঘোর ঘুমে নেতিয়ে পড়ে এই হাতির দল।
অন্তত ২৪টি হাতি নেশা করে পড়েছিল। ঘটনাটি জানাজানির পর স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় জঙ্গলে। হাতিদের ঘুম থেকে তোলার চেষ্টা করেন তারা। তবে কিছুতেই হাতির দলকে জাগানো যায়নি। বাধ্য হয়ে বনবিভাগে খবর দেন তারা।
বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঢোল বাজিয়ে হাতিদের ঘুম ভাঙান। সব হাতিই শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।
+ There are no comments
Add yours