শহরের শহরের ছয় কিলোমিটার দূরে সমাবেশস্থল আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে বৃহস্পতিবার থেকেই থেকেই বিএনপির নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। অনেকে রাতে মঠে অবস্থান করেন।
বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা শুক্রবার ফরিদপুরে পৌঁছান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা রাতে সমাবেশস্থলে যান।
এটি বিএনপির ষষ্ঠ সমাবেশ যা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে শুরু করেছে।
মূলত নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন, গুম ও খুনের প্রতিবাদ, দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের ফেরার সুযোগ তৈরির জন্য সব মামলা প্রত্যাহারসহ নানা দাবিতে দলটি এ সমাবেশের এ ধারাবাহিক কর্মসূচি শুরু করেছে।
এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ করেছে দলটি।ফরিদপুর বিভাগের পাঁচ জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও মানুষ সমাবেশে অংশ নিচ্ছে। সমাবেশের ধারাবাহিকতা ঢাকার সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
+ There are no comments
Add yours