পঞ্চগড়ে মধ্যরাতে আগুনে অর্ধ-শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) রাত ১টার দিকে জেলা শহরের শুঁটকির বাজার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বোদা ও আটোয়ারী থেকে ফায়ার সার্ভিসের চার ইউনিটের সদস্যরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ব্যবসায়ীরা জানান, রাতে তারা দোকানপাট বন্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময়ের মধ্যে তাদের মুরগির দোকান, মাংসের দোকান, কসমেটিকস, চিড়া-মুড়ির দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা খবর বাংলাকে বলেন, শুক্রবার গভীর রাতে পঞ্চগড়ের শহরের শুঁটকি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ৮৪টি দোকান ঘর পুড়ে যাওয়ার হিসাব মিলেছে। প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শুকনো খাবার, চাল ও নগদ অর্থ প্রদান করা হবে।
+ There are no comments
Add yours