সুমন পল্লব,হাটহাজারী, চট্টগ্রামঃ
দক্ষিন এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ঘেরা জাল দিয়ে মাছ ধরার সময় ২ হাজার মিটার জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টা ৪৫ মিনিটে উপজেলার ১০ নম্বর উত্তর মার্দাশা ইউনিয়নের আমতুয়া হালদার তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
ইউএনও রুহুল আমীন খবর বাংলাকে জানান, ‘সরকার হালদাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার পর থেকে সারা বছর এ নদীতে মাছ ধরা নিষেধ। এরপরও এক শ্রেণির লোক নিষেধাজ্ঞা অমান্য করে জাল দিয়ে মাছ শিকার করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার জাল জব্দ করা হয়। হলাদা নদীতে মা-মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।’
এই সময় উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশের সহযোগিতায় করেন।
+ There are no comments
Add yours