অতি দরিদ্র শ্রেণির মানুষের জন্য সরকারি ব্যবস্থাপনায় সারা দেশে ওপেন মার্কেট সেল (ওএমএস) পদ্ধতিতে চাল ও আটা বিক্রি হচ্ছে।
এ প্রকল্পের আওতায় শেরপুর পৌর শহরে পাঁচজন ডিলারের মাধ্যমে চলছে এ কার্যক্রম। তবে বরাদ্দের তুলনায় গ্রাহক প্রায় তিন গুণ হওয়ায় তৈরি হয়েছে নতুন ভোগান্তি। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরে যাচ্ছেন খালি হাতে।
খাদ্য অধিদফতরের বাস্তবায়িত কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে জনপ্রতি বরাদ্দ দেয়া হয়েছে ৩০ টাকা দরে ৫ কেজি চাল এবং ২০ টাকা দরে ৫ কেজি আটা।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে এসব পণ্য বিক্রি করা হয়। প্রতি বিক্রয় দিবসে একজন ডিলার এক টন চাল ও এক টন আটা বিক্রির জন্য বরাদ্দ পেয়ে থাকেন। এসব পণ্য তারা দুইশ মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেন।
+ There are no comments
Add yours