২০২৪-২০২৭ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য স্বাগতিক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি।
দুই যুব বিশ্বকাপের আসর বসবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, মালয়েশিয়া, থাইল্যান্ড, নামিবিয়া, বাংলাদেশ ও নেপালে। আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে প্রতিযোগিতামূলক বিডিং পদ্ধতিতে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে আইসিসি।
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। পরবর্তীতে জিম্বাবুয়ে ও নামিবিয়া আয়োজন করবে ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
আইসিসি উইমেন্স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৫ আসর আয়োজন করবে মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০২৭ সালের নারী যুব বিশ্বকাপ আসর আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল।
আসরগুলোর আয়োজক নির্ধারিত হয়েছে আইসিসি বোর্ড অনুমোদনে। ১৪ দলের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এ ১০ দল সরাসরি কোয়ালিফাই করবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে স্বাগতিক হিসাবে।
+ There are no comments
Add yours