রাজধানীর কেরানীগঞ্জ থেকে হত্যা—গণধর্ষণ—অস্ত্রসহ ২৬টির বেশি মামলার পলাতক আসামি ‘গাংচিল-কবির’ বাহিনীর প্রধান মো. কবির হোসেন ওরফে জলদস্যু কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল (রোববার) রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় বহুল আলোচিত এই জলদস্যুকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল।
গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় র্যাব-২ এর ছায়া তদন্তে কবিরের নাম উঠে আসে। গ্রেপ্তার হওয়া কবিরের কাছ থেকে ১টি মোবাইল ও এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. ফজলুল হক বলেন, মোহাম্মদপুর এলাকায় ছিনতাই—চাঁদাবাজি—সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতের অভিযোগে কবিরকে অস্ত্র ও মাদকসহ গত বছরের ৩১ ডিসেম্বরে গ্রেপ্তার করে র্যাব।
৫ মাস ১৬ দিন কারাভোগ করে ১৭ জুন জামিনে বের হন তিনি। জেল থেকে বের হয়ে কবির আবার ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক অপরাধে জড়িয়ে পড়ে।
মোহাম্মদপুর থানায় কবিরের নামে দুইয়ের বেশি এবং বরগুনা জেলার পাথরঘাটা থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।
+ There are no comments
Add yours