নোরা ফাতেহির আগমনে এনবিআরের আপত্তি

Estimated read time 1 min read
Ad1

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ সকল বিদেশি তারকাদের বাংলাদেশে আগমন উপলক্ষে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতার বিধান পালন না করায় আপত্তি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর সদস্য শাহীন আক্তার স্বাক্ষরিত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল (১৩ নভেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আপত্তি জানিয়ে চিঠিটি পাঠানো হয়েছে।

এনবিআরের সূত্রে আরও জানা গেছে, বিদেশি তারকারা বাংলাদেশের চলচ্চিত্র ও অন্যান্য ক্ষেত্রে অভিনয় করতে চাইলে আলোচনা সাপেক্ষে তাদের দেশে আসার অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।

আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল এক্সিভার্স এ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ের জন্য নোরা ফাতেহির বাংলাদেশে আসার কথা রয়েছে।

৩০ জুলাই মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন বলিউড তারকা শিল্পা শেঠি।

অনুমতি ছাড়াই শিল্পা শেঠিকে দেশে এনে আয়কর ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগে আয়োজক প্রতিষ্ঠান মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকসন লিমিটেডের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত নেমেছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours