বিশ্বের শীর্ষ ধনীর একজন জেফ বেজোস। সম্প্রতি তিনি তার অর্থসম্পত্তির অধিকাংশ নিজের জীবদ্দশাতেই দান করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
আজ (১৪ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।
ব্লুমবার্গ ও ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম ই-কমার্স ও সম্প্রচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ৭০০ কোটি ডলার। ২০১৭—২০২০ সাল পর্যন্ত পৃথিবীর শীর্ষ ধনী জেফ বেজোস বর্তমানে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
‘কীভাবে ও কোন খাতে এ অর্থ ব্যয় হবে, সে সম্পর্কিত ব্যাপারগুলো সানচেজ দেখাশোনা করছেন,’ সিএনএনকে বলেছেন বেজোস।
তহবিলে আরও অর্থ বরাদ্দ করেছেন কিনা নিশ্চিত হতে বেজোস আর্থ ফান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
২০২১ সালের শেষ দিকে অ্যামাজনের শীর্ষ নির্বাহীর পদ ছেড়ে দেন জেফ বেজোস। কিন্তু এখনও ই-কমার্স জায়ান্টের ১০ শতাংশ শেয়ারের মালিক তিনি। একই সাথে বিশ্বের প্রথম সারির পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং মহাকাশ পর্যটন কোম্পানি ব্লু অরিজিনেরও মালিক জেফ বেজোস।
+ There are no comments
Add yours