নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগী ও চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ (১৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের পেছনের অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতালের বেডের ব্যবহার অনুপযোগী বেশ কিছু ম্যাট্রেস ও ময়লার ভাগারে লাগা আগুনে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় এবং আগুনের লেলিহান শিখা দেখে পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, হাসপাতালের ব্যবহার অনুপযোগী বেশ কিছু ম্যাট্রেস (বেডের তোশক) ময়লার ভাগাড়ে রাখা হয়েছিল। এগুলো অপসারণের জন্য হাসপাতাল থেকে একটি কমিটি গঠন করা হয়। আজ দুপুরে হঠাৎ সেখানে আগুন ধরে যায়।
প্রাথমিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে এখন হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে।
+ There are no comments
Add yours