আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনে প্রবেশের রাস্তা সংস্কার ও যাত্রীদের শৌচাগারের দরজা মেরামত কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ।
আজ (১৫ নভেম্বর) সকালে সংস্কার কাজে আপত্তির কথা জানিয়ে বিজিবিকে খবর পাঠায় বিএসএফ। এর আগে ইমিগ্রেশনের নতুন ভবন নির্মাণেও বাধা দেয় বিএসএফ।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে অনুমতি নিতে হয়।
সম্প্রতি সীমান্তের শূন্য রেখা থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের ভাঙা রাস্তাটি সংস্কার ও যাত্রীদের শৌচাগারের দরজা মেরামতের জন্য উদ্যোগ নেয় গণপূর্ত বিভাগ।
এদিন সকালে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। গত ১১ নভেম্বর থেকে সংস্কার কাজ শুরু হয়। তবে সকালে সংস্কার কাজ বন্ধ করে দেয় বিএসএফ।
+ There are no comments
Add yours