চট্টগ্রামে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মাসিক কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
১৫ নভেম্বর নগরের বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। পারিবারিক কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি কিনতে পারবেন।
এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা। মাসব্যাপী চলবে পণ্য বিক্রি কার্যক্রম।
টিসিবি’র হিসাব অনুযায়ী চট্টগ্রাম জেলায় চিনির চাহিদা ৫৩৫ মেট্রিক টন, মসুর ডাল ৬০০ টন, সয়াবিন তেল ১০ লাখ লিটার।
+ There are no comments
Add yours