আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের থাকার জন্য বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কু ৭৮টি ফ্ল্যাট প্রস্তুত করেছেন।
১৫ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণকালে সাক্কু বলেন, বিএনপি আমাকে আইনত বহিষ্কার করেছে। আমি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছি, এটা অন্যায় করেছি।
আমি আমার নেতা তারেক রহমানের কাছে বিষয়টি উপস্থাপন করেছি। তিনি আমার কাছে নির্বাচনে অংশ নেওয়ার কারণ জানতে চাইলে আমি বলেছি- মানুষের জন্য আমি নির্বাচনে অংশ নিয়েছি।
সাক্কু বলেন, আমি আছি। আমাকে দলে রাখুক বা না রাখুক, আমি দলের হয়ে কাজ করে যাব। ২৬ তারিখ বিএনপির বিভাগীয় সমাবেশে আমার নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হবো। এর আগে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, সমাবেশের লিফলেট বিতরণ করছি।
অন্যান্য জায়গাগুলোর মতো কুমিল্লায়ও সমাবেশের আগে পরিবহন বন্ধ করে দিতে পারে। তাই যারা আগে আসবেন, তাদের থাকার জন্য আমার নির্মাণাধীন এবং নির্মিত মোট ৭৮টি ফ্ল্যাট প্রস্তুত করেছি। পাশাপাশি তাদের জন্য খাওয়ার আয়োজনও থাকবে আমার পক্ষ থেকে।
+ There are no comments
Add yours