এই দেশে মেধাবী নিধন শুরু হয়েছে, বুয়েট কিলিং মিশন শুরু হয়েছে মন্তব্য করে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নুরউদ্দিন রানা বলেছেন, আমার সন্তান ধূমপানও করে না। ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে বিচারকে বিলম্বিত করার জন্য তাকে মাদকে সম্পৃক্ত করা হচ্ছে।
আমার সন্তান কখনও ফিরে আসবে না। মৃত ব্যক্তির প্রতি অন্যায় হয়েছে, ফারদিনের কাছে ক্ষমা পাওয়ার সুযোগ নেই।
বুধবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
নোঙর বাংলাদেশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট ও তাদের বন্ধুমহল এই মানববন্ধনের আয়োজন করে। এসময় তারা সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানান।
হত্যাকাণ্ডের শিকার বুয়েট শিক্ষার্থী ফারদিনকে মিসিং পয়েন্ট থেকে খোঁজা হয়নি উল্লেখ করে মানববন্ধনে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা বলেন, ফারদিনকে মিসিং পয়েন্ট থেকে খোঁজা শুরু হয়নি।
মিসিং পয়েন্ট ছিল রামপুরা। তাকে সর্বশেষ সেখানে পাওয়া যায়। সেখান থেকে বুয়েট ক্যাম্পাস লাইনে তাকে খোঁজার কথা। সেই মিসিং পয়েন্ট থেকে তাকে খোঁজা হয়নি। কীভাবে সেখান থেকে সে চনপাড়া গেল, সে নিজে গিয়েছে নাকি অন্য কেউ নিয়েছে তা দেখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মেহেদী জামিলসহ অনেকে।
+ There are no comments
Add yours