বিশ্বকাপ ফুটবল উন্মাদনার হাওয়া বইছে ফসলের মাঠেও। আর্জেন্টিনার জার্সি পরে সারিবদ্ধ হয়ে আমন ধান কাটায় মেতে উঠেছেন একদল মৌসুমী শ্রমিক।
আজ (১৭ নভেম্বর) ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় আর্জেন্টিনার জার্সি পরিহিত ২২ জন শ্রমিকের সোনালী ধান কাটার দৃশ্য নজর কাড়ে পথচারি ও এলাকাবাসীর।
আকাশী সাদা রঙের জার্সি পরা এই আর্জেন্টাইন সমর্থকদের দেখে মনে হয় শরৎ-এর নীল সাদা আকাশ যেন নেমে এসেছে হেমন্তের সোনালি ধানের ক্ষেতে। ফুটবলপ্রেমী এই শ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। একসাথে ময়মনসিংহে এসেছেন ধান কাটতে।
মজুরির টাকায় কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। সেই জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছেন সোনালী ধান কাটতে। একই জার্সি গায়ে ধান কাটার এ দৃশ্য নজর কাড়ছে সকলের।
তারা বলেন, জার্সি পড়ে শুধু ধান কাটাতেই সীমাবদ্ধ নন। তারা বিশ্বকাপে আর্জেন্টিনার সব খেলা সবাই মিলে বড় পর্দায় দেখার আয়োজন করছেন।
উচ্ছ্বাসিত কন্ঠে কৃষকরা বলেন, আমরা ২২ জন মিলে এখানে কাজ করতে এসেছি। সবাই আমরা আর্জেন্টিনা দলকে সমর্থন করি এবং নিজেরাও টুকটাক খেলাধুলা করি। যখন থেকে খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। কারণ তাদের খেলার মান অনেক ভালো।
+ There are no comments
Add yours