বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলির নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন কৃষিমন্ত্রী।
আজ (১৭ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে এ বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে এখন আমন কাটা চলছে। ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই।
তবে যেহেতু এটি একটি রাজনৈতিক ইস্যু তাই তিনি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না। আমি জানতে চেয়েছিলাম, রেফারেন্স ব্যবহার করতে পারব কী-না। তিনি সম্মতি দিয়েছেন।
তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি রিপ্রেজেনটিটিভ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সংকটের কথা অনেকেই বলছে, এ পরিস্থিতিতে বাংলাদেশকে তারা কীভাবে দেখছে এবং কীভাবে ভবিষ্যতে এখানে তারা কাজ করবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এখন আমরা তেমন কোনো খাদ্য সহযোগিতা তাদের কাছ থেকে নিই না। তবে ইউএসএইড বছরে ১ লাখ টনের মতো গম আমাদের দেয়। এটা ছাড়া আমরা কোনো খাদ্য সহযোগিতা বিদেশ থেকে গ্রহণ করিনি।
+ There are no comments
Add yours