বাংলাদেশের গ্রামাঞ্চলে ছেলে-মেয়ে নির্বিশেষে ১৯ শতাংশ শিশু (১১-১৭ বছর বয়সী) বাড়িতে, স্কুলে এবং কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৯ শতাংশ শিশু কোনো না কোনো সময় যৌন নির্যাতনের শিকার হয়েছে।
আজ (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব শিশু দিবস উপলক্ষে ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে শিশু অধিকার এবং সুরক্ষা বিষয়ে এ গবেষণা উপস্থাপন করেন বিএসএমএমইউয়ের চিকিৎসক ডা. মারিয়াম।
গবেষণা সূত্রে জানা যায়, ঢাকা শহরের টারশিয়ারি হাসপাতালে ভর্তি হওয়া অটিজমে আক্রান্ত ৪৫ জন শিশুর মায়েদের সাক্ষাৎকার নিয়ে দেখা যায়, ৩ থেকে ৯ বছর শিশুর প্রত্যেকেই শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।
যার মাঝে ৮.৯ শতাংশই কোনো না কোনো সময় যৌন নির্যাতনের শিকার হয়েছে। একইসঙ্গে দেশের গ্রামীণ এলাকায় ১ হাজার ৪১৬ জন ১১-১৭ বছর বয়সী শিশুর উপর পরিচালিত আরেক গবেষণায় দেখা যায়, ছেলে-মেয়ে নির্বিশেষে বাড়িতে, স্কুলে এবং কর্মক্ষেত্রে ১৯ শতাংশ শারীরিক নির্যাতন, ১৭ শতাংশ মানসিক নির্যাতন এবং ৭৮ শতাংশ শিশু অবহেলার শিকার হয়েছে।
গবেষণায় আরও দেখা যায়, কর্মজীবী শিশু, প্রতিবন্ধী শিশু এবং বস্তি এলাকায় বসবাসকারী শিশুরা অত্যাচারের সম্মুখীন হওয়ার ঝুঁকিতে বেশি থাকে।
+ There are no comments
Add yours