ভারতের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠান ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স’ এর সাথে চলতি মাসে সমঝোতা স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এতে করে বিএসএমএমইউ’র রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিরা নভেম্বর থেকে প্রশিক্ষণ নিতে পারবে এবং সেখান থেকে অত্যাধুনিক চিকিৎসার প্রযুক্তি জ্ঞান নেবে বিএসএমএমইউ।
আজ (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণায় অনেক গুরুত্ব দিয়েছে। গবেষণার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বিএসএমএমইউ’র দরজা উন্মুক্ত করেছে। পারস্পরিক জ্ঞান বিনিময়ের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা করছি।
এর আগে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের দিল্লিতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পরিদর্শন করে।
বিএসএমএমইউ প্রতিনিধি দল এ সময় এই মাসের ফুল অটোমেটেড স্মার্ট ল্যাব পরিদর্শন করেন। একই সময় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সঙ্গে গবেষণা, গবেষণা প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের আলোচনাও হয়।
+ There are no comments
Add yours