কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অস্থায়ী মঞ্চে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার পর কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ কার্যকর শুরু হয়
সার, বীজ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশের আয়োজন করে কৃষক দল।
সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে, সাপ্তাহিক ছুটির দিন হলেও সমাবেশের কারণে ওই এলাকার আশপাশের সড়কে যানজটের কারণে কিছুটা দুর্ভোগে মধ্যে পড়েছে সাধারণ মানুষ।
আর সমাবেশে নিরাপত্তা জোরদারে সমাবেশস্থলের পাশে এবং নাইটিঙ্গেল মোড় পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
+ There are no comments
Add yours