কামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ
“মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে নিয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল এগারোটায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বিষয়ে পুলিশের সফল ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। পাশাপাশি জেলা, সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে প্রতিটি পাড়া- মহল্লা ও এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরোও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
+ There are no comments
Add yours