আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে রাজধানীতে বাইসাইকেল র্যালি হয়েছে।
নারী নির্যাতন ও যৌতুকের মামলায় তদন্ত ছাড়া গ্রেপ্তার বন্ধের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
আজ (১৯ নভেম্বর) সকালে র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমির দ্বিতীয় গেটে এসে শেষ হয়।
‘হেল্পিং ম্যান অ্যান্ড বয়েজ’ স্লোগান সামনে রেখে এবারের ‘বিশ্ব পুরুষ দিবস’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে ফাউন্ডেশনটি।
বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।
সংস্থাটির উদ্যোগ র্যালি শেষে শিল্পকলা একাডেমির সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।
+ There are no comments
Add yours