পাবনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল আলম বাবলুকে শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ তুলে তার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আগামী ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানসহ জাতীয় দিবসের সকল অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ (১৯ নভেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘ভারতে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ৭১-এর মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের’ ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমাবেশে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ নভেম্বর দুপুরে পাবনা জেলা প্রশাসকের দপ্তর থেকে দাপ্তরিক কাজ শেষে ফেরার সময় বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলুকে অফিস চত্বরের নিচে কয়েকজন গেজেট ও লাল মুক্তিবার্তা বাতিলকৃত স্ব-ব্যাখ্যায়িত দাবিদার মুক্তিযোদ্ধারা
অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং কয়েকজন বাবলুকে কিল-ঘুষি দেন। একপর্যায়ে বাবলুকে মুক্তিযোদ্ধা মেজর (অব.) ডা. মনসুর শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল আলম বাবলু, আবুল বাশার, বদিউজ্জামান, আবু জাফর, আতিয়ার রহমান সাচ্চু, এস এম মাহাবুবুর রশীদ, হামিদুর রহমান প্রমুখ।
+ There are no comments
Add yours