দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ সুস্পষ্ট লঘুচাপের ফলে রাতে ১—৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (১৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
এখন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। যা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী ২ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী পাঁচদিনে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও ফেনীতে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
+ There are no comments
Add yours