নন-ক্যাডার আন্দোলনের ১৫তম দিনেও নীরব পিএসসি

Estimated read time 1 min read
Ad1

নন-ক্যাডারদের ছয় দফা দাবি নিয়ে ১৫তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা।

তবে লাগাতার অবস্থান কর্মসূচির আজ ১৫তম দিন চললেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দীর্ঘদিন আন্দোলন চলার পরও পিএসসির এমন উদাসীনতার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দিয়ে পিএসসি চেয়ারম্যানকে অবরুদ্ধ করা হতে পারে জানিয়েছেন তারা। আন্দোলনের ধারাবাহিকতায় আজ (২০ নভেম্বর) পিএসসির গেটে মিছিল, কবিতা, গান ও বক্তৃতার মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

প্রার্থীদের ছয় দফা দাবি হলোঃ

যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৩তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পর ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদ সংখ্যা নির্ধারণের এ বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours