ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মিছিলের সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়ার নিহত হওয়ার ঘটনায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (১৯ নভেম্বর) রাতে বাঞ্ছারামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আফজাল হোসেন খান ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এর আগে ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ি এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন ওই উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।
+ There are no comments
Add yours