নাটোরের লালপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বিস্ফোরক আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে।
১৯ নভেম্বর রাতে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় থেকে এগুলো উদ্ধার করা হয়।
এর আগে গোপালপুর পৌর বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক যুবলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে অস্থির পরিবেশ তৈরির জন্যই বিএনপি এমনটা করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু রয়েছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
+ There are no comments
Add yours