
ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে এক যুবককে আটক করেছে ভারতীয় বিএসএফ। রোববার সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ আটকের ঘটনা ঘটে।
ইউপি সদস্য এরফান আলী জানান, বাঁশজানী গ্রামের আব্দুল করিমের পুত্র শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্তে অনুপ্রবেশ করলে দীঘলটারী বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। ধৃত শিপন একজন অটো চালক।
কুড়িগ্রাম বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মাদকসহ বিএসএফ ভারতের অভ্যন্তর থেকে আটক করেছে বলে তারা জানতে পেরেছে।
+ There are no comments
Add yours