বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রি-ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করা গেলে দেশে প্রতিবছর প্রায় ১ লাখ কোটি টাকা সঞ্চয় হবে।
এ টাকা দিয়ে আরো কয়েকটি পদ্মা সেতুর মতো বড় প্রকল্প হাতে নেওয়া যাবে।
আজ (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ আয়োজিত ডায়াবেটিস নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে মোট জনসংখ্যার ২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর বাইরে প্রায় ২ কোটি মানুষ প্রি-ডায়াবেটিসে ভুগছেন বলে জানিয়েছেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরীর চর্চা, খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শরীর চর্চার জন্য যত দ্রুত সম্ভব জিমনেসিয়াম নির্মাণ করা হবে।
জিহ্বায় যা ভালো লাগে তার অধিকাংশই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এক কথায় জীবনাচার নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস প্রতিকারের পাশাপাশি প্রতিরোধও সম্ভব।
তিনি বলেন, ডায়াবেটিস নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করায় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেস আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ হিসেবে ঘোষণা করেছে।
জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক থেকে ডায়াবেটিসের ব্যয়বহুল ওষুধ মেড ফর মেড বিনামূল্যে দেওয়া হচ্ছে। যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
+ There are no comments
Add yours