আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত জঙ্গিদের পরিচয় শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ডিএমপির কোতোয়ালী থানায় ২০-২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে ডিএমপি। মামলায় পলাতক জঙ্গি ও ডিএমপির কাছে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের আসামি করা হয়েছে।
আজ (২০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় আমরা মামলা করেছি। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত জঙ্গিদের ও যারা আমাদের কাছে গ্রেপ্তার আছে তাদেরকে আসামি করে মামলাটি করা হয়েছে।
রোববার ঢাকার একটি আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ওই দুইজন প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার আসামি।
ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
+ There are no comments
Add yours