সংকটে বৈশ্বিক পোশাক বাজার কমলেও বাংলাদেশের বাড়ছে

Estimated read time 1 min read
Ad1

পোশাক আমদানি-রপ্তানির জন্য এলসি খুলাতে কোনো সমস্যা নেই, এমনকি ডলারের কোনো ক্রাইসিস নেই বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

আজ (২০ নভেম্বর) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে বিজিএমইএ’র নতুন উদ্যোগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এনার্জিতে ক্রাইসিস আছে। তবে এখন আগের চেয়ে অনেক বেটার অবস্থায় আছে, ভালো পর্যায় আছে। গ্যাসে এখনো সমস্যা থাকলেও এলসি খুলতে আমাদের কোনো সমস্যা নেই।

বিজিএমইএ সভাপতি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মুদ্রাস্ফীতির কারণে বিশ্ববাজারে পোশাকের মার্কেট সাইজ কমে গেছে। তার মধ্যেও বাংলাদেশের মার্কেট সাইজ বাড়াচ্ছি, আমাদের মার্কেট সাইজ বাড়ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন ধরে অর্ডার স্লো আছে, এখনো আছে। এ কারণ এটা না যে অন্য দেশের বায়ারা চলে যাচ্ছে। পুরো মার্কেটের সাইজ কমেছে। ছোট হয়ে গেছে। আমরা আমাদের শেয়ার বাড়াচ্ছি।

গতবছর বিশ্ব বাণিজ্য সংস্থার মার্কেটের ডাটার জন্য অপেক্ষা করছি। ২০২০ ডাটা অনুসারে বিশ্ববাজারে আমাদের মার্কেট সাইজ ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। আশা করছি, ২০২১ সালের রিপোর্টে এটা বেড়ে ৮ শতাংশের কাছাকাছি হবে। এটা বড় জাম্প হবে। ২০২২ সালে এটা আরও বাড়াতে পারবো।

দেশের অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি এবং বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বসবো। তাদের অর্থনীতিকে ঠিক রেখে সব কিছু করতে অনুরোধ করব বলে জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours